স্পোর্টস ডেস্কঃ খেলার ধরনে লিওনেল মেসির সঙ্গে মিল থাকায় ক্লদিও এচেভেরিকে ডাকা হচ্ছে বলে। কারও কারও চোখে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ মাতানো এই মিডফিল্ডার আবার মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মিশ্রণ। আর্জেন্টাইন এই উঠতি তারকায় বর্তমানে চোখ ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর। বার্সেলোনার নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তবে পিছিয়ে নেই ম্যানচেস্টার সিটি-চেলসিও।
এচেভেরি বার্সেলোনায় খেলতে চান, বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজও এচেভেরিতে মুগ্ধ। সবমিলিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানো ছিল সময়ের ব্যাপার। তবে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দ্যুতি ছড়ানো এই ফুটবলারকে চায় সিটি-চেলসির মতো ক্লাবগুলো। দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, দুই ইংলিশ ক্লাব এচেভেরিকে দলে টানতে মরিয়ে হয়েই মাঠে নেমেছে। রোমানো জানান, বার্সাও তাঁকে নেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। এচেভেরিও বার্সায় খেলতে চান।
এদিকে কদিন আগে এচেভেরি বলেছিলেন, ‘রিভারপ্লেটের মতো বার্সার হয়েও আমি খেলতে চাই। আমি মেসির অনেক বড় ভক্ত। আমি তাঁকে বার্সায় খেলতে দেখে বেড়ে উঠেছি। ছোটবেলা থেকে রিভারপ্লেট ও বার্সাকে অনুসরণ করি।’ তবে বার্সা-এচেভেরির এক হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আর্থিক–সংগতি নীতি। যে কারণে শেষ পর্যন্ত সিটি এবং চেলসির মধ্যে হতে পারে এ তরুণকে নিয়ে আসল লড়াই।
সম্প্রতি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেন এচেভেরি। আসরে তিনি গোল করেন সব মিলিয়ে পাঁচটি। আর্জেন্টিনা বিদায় নেয় সেমি-ফাইনাল থেকে। এরপর ক্লাবেও জাদু দেখান তিনি। রিভারপ্লেটের হয়ে মুগ্ধতা ছড়িয়েছেন ১৭ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। তাই এই উঠতি আর্জেন্টাইনকে পাখির চোখ করেছে ইউরোপ সেরা ক্লাবগুলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post