স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় পায় আফগানিস্তান। তাতে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। প্রথম ম্যাচে আফগানরা জিতেছিল ৩৫ রানের ব্যবধানে। এরপর দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে। গতকাল তৃতীয় ম্যাচে ১১৭ রানে আইরশদের হারিয়েছে হাসমতউল্লাহ শহিদীর দল। দুই দলের মধ্যকার একমাত্র টেস্টটি অবশ্য জিতেছিল আয়ারল্যান্ড। ওয়ানডে শেষে এবার টি-টোয়েন্টির লড়াই হবে একই ভেন্যুতে।
দিবারাত্রির ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিং করতে পাঠায় আয়ারল্যান্ড। রহমানউল্লাহ গুরবাজের ৫১, অধিনায়ক শহিদীর ৬৯ এবং নবীর ৪৮ রানের ইনিংসে ৯ উইকেটে ২৩৬ সংগ্রহ করে আফগানিস্তান। আইরিশদের হয়ে মার্ক আদাইর নেন ৩ উইকেট। জবাবে পল স্টার্লিং (৫০) এবং কার্টিস কাম্ফের (৪৩) ছাড়া আয়ারল্যান্ডের হয়ে আর কেউ দাঁড়াতে পারেননি। এমনকি ৯ ব্যাটার দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি। বল হাতে নবী নিয়েছেন ১০ ওভারে ৩ মেডেনে ১৭ রান দিয়ে ৫ উইকেট, নঙ্গল খারোতে ৩০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
সিরিজে দারুণ খেলার সুবাদে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগান ওপেনার গুরবাজ। দুই ম্যাচে ১৭২ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। সিরিজের প্রথম ম্যাচে ১২১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন তিনি। এরপর গতকাল করেন ৫১ রান। এদিকে তৃতীয় ওয়ানডের সেরা নির্বাচিত হয়েছেন আফগান অলরাউন্ডার নবী। ব্যাট হাতে ৪৮ রান করার পর বল হাতে মাত্র ১৭ রান খরচ করে ৫ উইকেট নেন তিনি। তাতেই জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। এদিকে দুই দলের পরের সূচি টি-টোয়েন্টি সিরিজ। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ তারিখ থেকে। ওয়ানডে সিরিজ আফগানিস্তান জিতে নিলেও, দুই দলের মধ্যেকার একমাত্র টেস্টে জয় পেয়েছিল আয়ারল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post