স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসানের শেষ ইচ্ছে পূরণ হতে পারে। বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা ঢাকায় খেলতে চেয়েছিলেন। সাউথ আফ্রিকা সিরিজের ঢাকা টেস্ট খেলেই জাতীয় দলকে সাদা পোশাকে বিদায় জানাতে চান তিন। কানপুর টেস্টের আগে সাকিব এমন আকুতি জানিয়ে ছিলেন।
তবে সাকিবের অবসর ঘোষণার পরপরই দৃশ্যপট পাল্টে যায়। অবসর ঘোষণার সময় সাকিব দেশের মাটিতে তার শতভাগ নিরাপত্তা এবং নিরাপদে দেশ ত্যাগের নিশ্চয়তা চেয়ে ছিলেন। কারণ তার বিরুদ্ধে ঢাকায় হ ত্যা মামলা হওয়ায় তিনি চাইলে ঢাকা ছাড়তে পারবেন না। সরকারের সবুজ সঙ্কেত পেলেই তিনি ঢাকা ছাড়তে পারেন। তাই ঢাকায় আসার আগে নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার নিশ্চয়তা তিনি চেয়ে ছিলেন।
তবে সেদিনই ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমদ জানিয়ে ছিলেন, ক্রিকেটার সাকিবের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিসিবির নয়। সরকারই নিরাপত্তার বিষয়টি দেখে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নিরাপত্তা দিতে পারবে না। বোর্ড সভাপতির এমন বক্তব্যের পর অনেকেই ধরে নিয়ে ছিলেন সাকিবের আর ঢাকায় ফেরা হচ্ছে না।
বোর্ড সভাপতির এমন বক্তব্যের পর যুব ও ক্রীড়া উপদেষ্টাও স্পষ্ট জানিয়ে দেন, ক্রিকেটার সাকিবের নিরাপত্তা দেওয়া আছে। তবে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নিরাপত্তা দেওয়ার সুযোগ নেই। সাকিবকে আগে তার রাজনৈতিক অবস্থান পরিস্কার করতে হবে। এরপরই ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠে সাকিব আল হাসান আর দেশে ফিরবেন না। সরকারের এমন মনোভাব জানার পর তিনি নিশ্চয়ই দেশে এসে বিরুপ পরিস্থিতিতে পড়তে চাইবেন না।
কানপুর টেস্টকেই তাই সবাই ধরে নেন সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট। টি-২০ থেকেও তিনি অবসরের ঘোষণা দিয়েছেন। জাতীয় দলের জার্সিতে গত বিশ্বকাপেই শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার কথা জানান বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে সুযোগ পেলে তিনি ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যেতে পারেন, এমন ইঙ্গিতও দেন।
অবশেষে ক্রিকেট বোর্ড থেকে সাকিব ইস্যুতে কিছুটা নমনীয় হওয়ার আভাস পাওয়া গেছে। বোর্ড সভাপতি জানিয়েছেন, ঢাকায় ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন সাকিব আল হাসান। সোমবার বিসিবি সভাপতি ফারুক আহমদ জানিয়েছেন, সাকিব ঢাকায় শেষ ম্যাচ খেলে অবসর নিতে পারেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০