নিজস্ব প্রতিবেদক:: একে একে কেটে গেছে নয়টি বছর। ফুটবলাঙ্গণের সেই উচ্ছ্বা, উৎসব যেনো হারিয়ে গিয়ে ছিলো। আবাহনী-মোহামেডানের ঐতিহ্যের লড়াই, মর্যাদার লড়াই দিনে দিনে ফিকেই হচ্ছিলো। ফুটবলের ঐতিহ্যের ঘর মোহামেডান যে দীর্ঘ নয় বছর ধরে শিরোপাহীন।
সবশেষ ২০১৪ সালে স্বাধীনতা কাপের ট্রফি জিতেছিলো মোহামেডান। তারপর আর কোনো শিরোপা ছোঁয়া হয়নি। শিরোপার সেই আক্ষেপ ঘুঁচেছে, ১৪ বছর পর আবারো ফেডারেশন কাপের শিরোপা মোহামেডানের ঘরে।
সমর্থকদের হারিয়ে যাওয়া উচ্ছ্বাস, আনন্দ ফিরলো রোমাঞ্চকর এক লড়াইয়ে। দুই হালি গোলের ম্যাচে নির্ধারিত সময় শেষে জিততে পারলো না কেউ। ম্যাচ তাই গড়ালো টাইব্রেকারে। সেখানেই কুমিল্লায় উচ্ছ্বাস ছড়ালো সাদা-কালো শিবির। সমর্থকের কত অপেক্ষা, কত বঞ্চনা? একটি ট্রফি দেখার অপেক্ষা?
অবশেষে ফেডারেশন কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্ধী আবাহনীকে হারিয়ে মোহামেডান যেনো জানিয়ে দিলো এখনো ফুরিয়ে যায়নি দেশের ফুটবল। মর্যাাদা হারায়নি আবাহনী-মোহামেডান লড়াই। দুই দলের সমর্থকেরা প্রাণ ভরে উপভোগ করলেন জমজমাট ফাইনাল।
পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানো, সবশেষে চ্যাম্পিয়ন। মোহামেডানের জন্য স্বপ্নময় একদিন। সাদা-কালো সমর্থকদের আনন্দে হারিয়ে যাওয়ার একদিন। গ্যালারিতেও ফিরলো হারানো ঐতিহ্য। সমর্থকের মারামরি, আনন্দ উৎসব সবই হলো। রুদ্ধশ্বাস ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ৩-৩ সমতায় শেষ হয়েছিল। যার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দলের দুর্দান্ত লড়াই। দুই দলই ১টি করে গোল করেছে। যার জন্য ৪-৪ গোলের সমতায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছে । এর মধ্যে সুলেমান দিয়াবাতে মোহামেডানের হয়ে একাই ৪ গোল করেছেন।
শেষ মূহুর্তে অন টার্গেটের গোল করার খেলায় বাজিমাত করেছে মোহামেডান। আবাহনীকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাদা-কালো শিবির।
ফুটবলে নিজেদের পুনর্জাগরনের ফিরিয়ে এনেছে ১৪ বছরের পুরোনো স্মৃতি। ১৪ বছর আগে ফেডারেশন কাপ ফাইনালে সবশেষ আবাহনী-মোহামেডানের লড়াই দেখা গিয়েছিল। আর সেটিও গড়ায় টাইব্রেকারে। সেবার আকাশী-নীলদের হতাশা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হয় মোহামেডান। এবারও ইতিহাসের একই পুনরাবৃত্তি দেখলো দেশের ফুটবল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post