স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সফলতম দল ত্রিনবাগো নাইট রাইডার্সের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ফিল সিমন্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। উইন্ডিজের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে চারবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স। যদিও সবশেষ আসরে প্লে-অফে খেলা হয় নি দলটির। টেবিলের তলানিতে থেকে আসর করে তারা।
নাইট রাইডার্সে নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়া সিমন্স গত ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন উইন্ডিজের। সবশেষ গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের পর জাতীয় দলকে বিদায় বলে দেন সাবেক এই ক্রিকেটার। এরপর কাজ করেছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। দুবাই ক্যাপিটালসের কোচের দায়িত্ব নেওয়া সিমন্স দলকে নিয়ে যান প্লে-অফে। এবার তাঁর ডাক পড়ল নাইট রাইডার্সে।
ক্যারিবিয়ানদের জার্সিতে ২৬ টেস্ট, ১৪৩ ওয়ানডে খেলেছেন সিমন্স। এরপর তিনি নাম লেখান কোচিংয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বারবাডোজ ট্রাইডেন্টসের (বর্তমানে বারবাডোজ রয়্যালস) হয়ে শিরোপা জিতেছেন তিনি। এবার তাঁর অধীনে খেলবে নাইট রাইডার্স।
সিপিএলের আগামী আসর শুরু হবে ১৭ আগস্ট। আসর শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াহসের ও সেন্ট লুসিয়া কিংসের ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে সব ভেন্যুতে ছয়টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিমন্সের অধীনে নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচ খেলবে তিন দিন পর, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post