নিজস্ব প্রতিবেদকঃ বোলিংয়ে এসেই উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনারের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন আফগানিস্তানের ব্যাটার করিম জানাত। মোহাম্মদ নবির সাথে করিমের ২০ রানের জুটি ভাঙে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ক্যাচে। অনেকটা দৌড়ে এসে ক্যাচ নেন শান্ত।
বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দলীয় ৫২ রান চতুর্থ উইকেট হারিয়েছে আফগানিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরেন আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই। ১০ বল খেলে ৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার। ইনিংস বড় করতে পারেন নি আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজও। ১১ বলে ১৬ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন তিনি।
টিকতে পারেন নি ওয়ানডেতে দারুণ খেলা ইব্রাহিম জাদরানও। শরিফুল ইসলামের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ৯ বল খেলে মাত্র ৩ রান করেন এই ডানহাতি ব্যাটার। এদিকে বাংলাদেশ তিন পেসার ও তিন স্পিনার নিয়ে তাদের একাদশ সাজিয়েছে। সুযোগ পেলেন না আফিফ হোসেন।
টসের পর অধিনায়ক সাকিব বলেছেন একাদশে তিন পেসার—তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তিন পেসারের সঙ্গে আছেন তিন স্পিনার— মেহেদি হাসান মিরাজ, সাকিব ও নাসুম আহমেদ। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন করা হয়েছে দুইটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post