স্পোর্টস ডেস্ক:: নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড কখনোই বিপিএলের লাভ-লসের হিসাব প্রকাশ করেনি। ফ্র্যাঞ্চাইজি মালিকরা বারবার বিপিএলের লভ্যাংশ চেয়েছেন, তবে বোর্ড কোনো গুরুত্বই দেয়নি তাদের দাবির প্রতি।
এবার ফারুক আহমদের নেতৃত্বাধীন বোর্ড প্রকাশ্যে আনলো বিপিএলের লাভ-লস। সেই সাথে জানিয়ে দিলো টিকিট বিক্রির লভ্যাংশ থেকে ফ্র্যাঞ্চাইজিদেরকে লভ্যাংশ দেওয়া হবে। আগের দশ বিপিএলের টিকিট বিক্রি মিলে যেখানে আয় হয়েছে ১৫ কোটি টাকা, সেখানে এবারের বিপিএল থকেই আয় হয়েছে ১৩ কোটি টাকার মতো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই এবার ফ্র্যাঞ্চাইজিদের টিকিট বিক্রির ভাগ দেয়ার কথা জানিয়েছে। বিসিবি প্রধান ফারুক আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আয় কত এই বিষয়ে কোনো ধারণা ছিল না। বিপিএলের লাভ-লোকসান নিয়েও কিছুই জানতাম না। তবে এবার টিকিট বিক্রি থেকে যেহেতু একটা বড় অংশ লাভ হয়েছে তাই আমরা ফ্র্যাঞ্জাইজিগুলোর মধ্যে টিকিট বিক্রির লভ্যাংশ ভাগ করে দিতে পারব।’
বিপিএলে ভালো বিদেশী আনতে সময় পরিবর্তনের চিন্তা করা হচ্ছে জানিয়ে ফারুক আহমদ বলেন, ‘আগামীর বিপিএল নিয়ে এখনই কাজ শুরু করে দিয়েছি। একটা সময় বের করেছি আমরা। এখন তো সব দেশে অনেকগুলো টি–টোয়েন্টি টুর্নামেন্ট হয়, ওগুলোর সঙ্গে সময়টা সাংঘর্ষিক হয়ে যায়। আমরা একটু অন্যরকম করে করতে পারি সময়, যেন একটু মানসম্পন্ন বিদেশি পাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০