স্পোর্টস ডেস্কঃ মাদ্রিদ ওপেনের শিরোপা ধরে রাখলেন কার্লোস আলকারাস। তরুণ এই স্প্যানিশ তারকা টানা দ্বিতীয়বারের মতো স্পর্শ করেছেন মাদ্রিদ ওপেনের ট্রফি। আর এতেই ছুঁয়ে ফেলেছেন রাফায়েল নাদালের রেকর্ড।
রোববার স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ফাইনালে ইয়ান-লেনার্ড স্ট্রুফকে হারিয়েছেন আলকারাস। ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে জেতেন ২০ বছর বয়সী এই টেনিস তারকা। আর এর মধ্য দিয়ে ২০১৪ সালে রাফায়েল নাদালের পর এই প্রথম টানা দুইবার মাদ্রিদ ওপেন জিতলেন কেউ।
চলতি আসরে আলকারাসের এটি চতুর্থ ট্রফি। আর সব মিলিয়ে দশম ট্রফি জয়। গেল মাসেই জিতেছেন বার্সেলোনা ওপেন। এর আগে গেল সেপ্টেম্বরে ইউএস ওপেন দিয়ে নিজের প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতেন আলকারাস। যার মধ্য দিয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়ে র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেন।
সামনেই আসছে ফরাসি ওপেন। এর আগে আগামী সপ্তাহে রোমে ইতালিয়ান ওপেনও আছে। এই দুই জায়গাতেই শিরোপার প্রত্যাশায় আছেন তিনি। এছাড়া আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার সম্ভাবনা উঁকি দিচ্ছে বর্তমানে দুইয়ে থাকা আলকারাসের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post