স্পোর্টস ডেস্কঃ নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বার্সেলোনা। ২০২০ সালের পর প্রথমবার কাতালান দলটি জায়গা করে নিয়েছে ইউরোপ সেরার শেষ আটে। ঘরের মাঠে মঙ্গলবার (১২ মার্চ) রাতে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ ছিল এটি। প্রথম লেগটা ১-১ গোলে ড্র করেছিল দুই দল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতল জাভি হার্নান্দেজের দল।
অলিম্পিক লুই কোম্পানিস স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটের মধ্যেই ২ গোলে এগিয়ে যায় বার্সা। ১৫ মিনিটে উইঙ্গার ফারমিন লোপেজের গোলের দুই মিনিট পরেই আবার নাপোলির জালে বল পাঠান জোয়াও কানসেলো। ৩০তম মিনিটে ব্যবধান কমায় নাপোলি। বাঁ দিক থেকে মাত্তেও পলিতানোর কাটব্যাকে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে গোলটি করেন আমির রাহমানি। ৮৩ মিনিটে স্কোরলাইন ৩-১ করে ফেলেন রবার্ত লেভানডফস্কি। সার্জিও রবার্তোর বক্সের বাইরে ইল্কাই গিনদোয়ানকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন। ফিরতি বল পেয়ে তিনি পাস দেন ফাঁকায় থাকা লেভাকে। ফাঁকা জালে বল পাঠান সাবেক বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে ১৩ ম্যাচে লেভার গোল হলো ১৩টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post