স্পোর্টস ডেস্কঃ ৩৩ বছর আগে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার হাত ধরেই নাপোলি সবশেষ সিরি’আ শিরোপা জিতেছিল। এবার তারা জিতেছে নিজেদের তৃতীয় শিরোপা। অবসান ঘটেছে নাপোলির দীর্ঘ অপেক্ষার। গতরাতে উদিনেসের বিপক্ষে ড্র করে নিজেরে শিরোপা নিশ্চিত করে তারা।
লিগে নাপোলির পয়েন্ট এখন ৩৩ ম্যাচে ৮০। লিগের বাকি ম্যাচগুলোতে তাদেরকে পেছনে ফেলার সুযোগ নেই বাকিদের। গত রাতে উদিনেসের মাঠে খেলা হলেও নিজেদের স্টেডিয়ামে বড় পর্দায় উৎসবের ম্যাচ দেখেছে নেপলসবাসী। শহরে হয়েছে রাতভর সমর্থকদের বাঁধভাঙা উদযাপন। তবে এর মাঝে ঘটেছে দুর্ঘটনাও।
সমর্থকদের উদযাপনে হয়েছে গোলাগুলিও। ইতালিয়ান গণমাধ্যম জানিয়েছে, আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। হাসপাতালে জরুরি সেবা নিয়েছে ২০০ মানুষ। এর মধ্যে ২২ জন গুরুতর জখম এবং আরো ৭৫ জন তুলনামূলক কম আহত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন। এদিকে শহরের আরেক প্রান্তে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
নাপোলি কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি শিরোপা জয়ের পর কান্নাভেজা চোখ ও ধরে আসা কন্ঠে শিরোপা উৎসর্গ করেন নেপলসবাসীকে। তিনি বলেন, ‘মানুষের মুখের হাসি ও এই খুশিই আমার সবচেয়ে আবেগের জায়গা। এই শিরোপা নাপোলির জন্য, আপনাদের জন্য। অনেক অনেক মানুষ তাদের জীবনের কঠিন সময়কে জয় করতে পারবে, কারণ তারা আজকের দিনটি মনে রাখবে। এমন আনন্দ আর উল্লাস এই মানুষগুলোর প্রাপ্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post