স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগেই টেনিস থেকে অবসরের ঘোষণা দেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। যদিও এখনও মাঠের খেলা থেকে বিদায় নেওয়া হয়নি। তবে এবার সানিয়া জড়িত হয়েছেন ক্রিকেটের সাথে। তবে ক্রিকেট মাঠে খেলতে নয়, নারী আইপিএলে দেখা যাবে সাবেক এই টেনিস তারকাকে।
নারীদের আইপিএলে মেন্টর হিসেবে কাজ করবেন সানিয়া। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নারী দলের মেন্টর হিসেবে সানিয়া মির্জাকে নিয়োগ দিয়েছে। আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টি।
পাকিস্তানের জনপ্রিয় অলরাউন্ডার শোয়েব মালিকের স্ত্রীকে এবার আর ক্রিকেট মাঠে দর্শকসারিতে নয়, সরাসরি ডাগআউট কিংবা ড্রেসিং রুমে দেখা যাবে। সেটাও আবার ক্রিকেটারদের সাথে কাজ করতে।
আগামি ৪ মার্চ থেকে শুরু হবে পাঁচ দলের নারী আইপিএল। আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো নারী ক্রিকেটারের পাশাপাশি, কোচিং প্যানেল, মেন্টর ও অন্যান্য বিভাগেও নারীদের রাখছে। যারই ধারাবাহিকতায় উইমেন্স ডাবলস ও মিক্সড ডাবলসে ৬ শিরোপাজয়ী সানিয়াকে দেখা যাবে নারীদের আইপিএলে কাজ করতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post