স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। চলতি এশিয়াডে এটিই লাল সবুজের প্রতিনিধিদের প্রথম পদক। ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট ফিল্ডে নারীদের ক্রিকেট ইভেন্টে আজ পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৫ উইকেটে জিতেছে টাইগ্রেসরা। এতে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ।
সোমবার সকালে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তান পুরো ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ৬৪ রানে থামে। দলের হয়ে সর্বোচ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। ১৪ রান আসে অধিনায়ক নিদা দারের ব্যাটে। এ ছাড়া সাদাফ শামাস ১৩ এবং নাটালিয়া পারভাইজ ১১ রান করেন। আর কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের হয়ে মাত্র ১৬ রান খরচায় তিন উইকেট নেন স্বর্ণা আক্তার। ১১ রান খরচায় দুটি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। একটি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার এবং রাবেয়া খান।
৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ ওভারে ২৭ রানের জুটি গড়েন বাংলাদেশের শামীমা সুলতানা ও সাথী রানী। পাকিস্তানের সাদিয়া ইকবাল ফেরান ১৭ বলে ১৩ রান করা শামীমাকে। তিন রান যোগ হতে ফেরেন সাথীও। ১৯ বলে ১৩ রান করেন তিনি। দলীয় ৩৪ রানে অধিনায়ক নিগার সুলতানা, ৪৩ রানবে সোবহানা মুস্তারিও আউট হয়ে সাজঘরে ফেরেন। তবে দলকে বিপদ থেকে উদ্ধার করেন স্বর্ণা আক্তার ও রিতু মনি। তাদের ১৪ রানের ছোট জুটিতেই জয় নিশ্চিত হয়ে যায়।
স্বর্ণা ৩৩ বল খেলে ১৪ রানে অপরাজিত থাকেন। সুলতানা অপরাজিত থাকেন ৮ বলে ২ রান করে। ১২ বল ও ৫ উইকেট হাতে রেখেই পাকিস্তান বধে ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ। এবারের এশিয়ান গেমসে এটিই প্রথম পদক বাংলাদেশের। তবে আগের দুই আসরেই ক্রিকেট ইভেন্টে রৌপ্য পদক এনে দিয়েছিল বাংলার মেয়েরা।
Discussion about this post