স্পোর্টস ডেস্কঃ অবশেষে বাংলাদেশের নারী ফুটবলারদের চাওয়া পূরণ করল বাফুফে। বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি তুলেছিলেন ফুটবলাররা। দশ মাস পরে ওই বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাফুফে। শীর্ষ পর্যায়ের ৩১ ফুটবলারের সঙ্গে বাফুফে ভবনের সভাকক্ষে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করেছে বাফুফে। ৬ মাসের এই চুক্তি কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।
নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫ ফুটবলারকে মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেবে বাফুফে। তবে বাকিদের মধ্যে ১০জন পাবেন ৩০ হাজার টাকা করে। বাকি ৬ ফুটবলারের ৪জন মাসে ২০ হাজার ও ২জন ১৮ হাজার টাকা করে বেতন পাবেন। পূর্বে সাবিনা বেতন পেতেন ২০ হাজার। বাকি সবাই পেতেন ১০ হাজার করে। সাবিনার আড়াই গুণ বেতন বাড়ল, বাকিদের মধ্যে ১৪ জনের বেতন বাড়ল পাঁচগুণ!
চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের তালিকাঃ
৫০ হাজার টাকা- সাবিনা খাতুন, রুপনা চাকমা, মাসুরা পারভীন, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফার ইয়াসমিন, আনাই মোগিনি, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, রিতু পর্ণা, সানজিদা আক্তার, মার্জিয়া, কৃঞ্চারানী সরকার ও তহুরা খাতুন।
৩০ হাজার টাকা- সোহাগি কিসকু, স্বপ্না রানী, আফিদা খন্দকার, শাহেদা আক্তার, স্বর্না রানী মন্ডল, আকলিমা খাতুন, সুরমা জান্নাত, সাথী বিশ্বাস, সাতসুশিমা সুমাইয়া, উন্নতি খাতুন, হালিমা আক্তার, কোহাতি কিসকু, নাসরিন আক্তার ও ইতি খাতুন।
১৫ হাজার টাকা- মিস রুপা ও আইরিন খাতুন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post