স্পোর্টস ডেস্কঃ নারী ফুটবল নিয়ে সোচ্চার ফিফা। বিশেষ করে নারীদের বিশ্বকাপকে ঘিরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাম্প্রতিক সময়ে বেশ ইতিবাচক।কিছুদিন আগেই সম্প্রচার স্বত্ত্ব ও অন্যান্য বিষয় নিয়ে নিজেদের কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। এবার আসন্ন নারী বিশ্বকাপকে ঘিরে যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে ফিফা।
২০২৩ নারী বিশ্বকাপে রেকর্ড ১১ কোটি মার্কিন ডলারের প্রাইজমানি দিবে ফিফা। যা কিনা সবশেষ ২০১৯ নারী বিশ্বকাপ থেকে ৩০০ শতাংশ বেশি। এবারই প্রথম আসরে অংশ নিতে যাওয়া সব নারী ফুটবলারকে সরাসরি অর্থ প্রদান করবে ফিফা। যার ফলে অন্তত ৩০ হাজার মার্কিন ডলার করে পাবেন ফুটবলাররা।
বিশ্বকাপজয়ী দলের ২৩ জন ফুটবলার পাবেন ২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার করে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে সব মিলিয়ে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এছাড়া আসরে জায়গা করে নেওয়া প্রতিটি দল অন্তত ১৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার করে পাবে। এছাড়া সদস্য দেশগুলো যেন নারী ফুটবলের কোচিং স্টাফ, একেবারে তৃণমূল পর্যায়ে প্রকল্প, যুব দল ও নারীদের বিভিন্ন সুযোগ-সুবিধার প্রকল্পে বিনিয়োগ করতে পারে, এর জন্য তহবিলও বাড়ানো হয়েছে।
যদিও পুরুষ ফূটবলের তুলনায় নারী ফুটবলে অর্থ বিনিয়োগ অনেক কমই। ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে ৪৪ কোটি মার্কিন ডলারের প্রাইজমানি দেওয়া হয়েছিল। সেই তুলনায় নারী ফুটবলে ১১ কোটি মার্কিন ডলার প্রাইজমানি, অনেক কমই। তবে আগের থেকে বিশাল অঙ্কের অর্থ বেড়েছে নারী ফুটবলে। যেটিকে কিনা বিশাল ইতিবাচক হিসেবে ধরা হচ্ছে।
উল্লেখ্য, এবারের নারী বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে। আগামী ২০ জুলাই থেকে শুরু হবে টুর্নামেন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post