নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসরে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। যেখানে তাদের প্রতিপক্ষ ঢাকা ডমিনেটর্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচ শুরুর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে হয়েছে টস।
যেখানে জিতেছেন ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে আগে ব্যাট করতে নামছে মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টে এই প্রথম আগে ব্যাট করবে সিলেট।
বিপিএলে রীতিমতো উড়ছে সিলেট স্ট্রাইকার্স। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পর, দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ও তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ধরাশায়ী করেছে টুর্নামেন্টের নবাগত দলটি। হ্যাটট্রিক জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে আছে সবার শীর্ষে। এবার ঢাকাকে হারিয়ে চতুর্থ জয় পূরণ করে পয়েন্ট বাড়ানোর মিশনে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে ঢাকার এটি আসরের দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নেমেছিল দলটি। আর সেখানে জয় দিয়েই আসর শুরু করে। এবার দ্বিতীয় জয়ের অপেক্ষায় সৌম্য-তাসকিনদের নিয়ে গড়া দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post