স্পোর্টস ডেস্ক:: এক বছর আগে গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের একজন ক্রিকেটারকে শারীরিক ভাবে লাঞ্চিত করেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নানা মাধ্যমে নাম এসেছে সেই ক্রিকেটার নাসুম আহমদ। শুরু থেকেই নাসুম বিষয়টি নিয়ে নিরব থেকেছেন। এখনো অব্দী তিনি নিরব।
তবে আগের বিসিবি সভাপতি নাজমুল হাসানের আর্শিবাদপুষ্ট হওয়ায় চন্ডিকা হাথুরুসিংহে জাতীয় দলের ক্রিকেটারকে লাঞ্চিত করেও বহাল তবিয়তে থেকে যান। কিন্তুু বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমদ ক্রিকেটারকে লাঞ্চিত করার ঘটনাটি মেনে নিতে পারেননি।
জাতীয় দলের ক্রিকেটারকে লাঞ্চিত করা, অতিরিক্ত ছুটি কাটিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করা, সিনিয়র ক্রিকেটারদের মধ্যে কোন্দল তৈরি করার অপরাধে বাংলাদেশ দলের প্রধান কোচের চাকরি হারিয়েছেন হাথুরুসিংহে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্যাচের দিন জাতীয় দলের ক্রিকেটারকে লাঞ্চিত করার ঘটনাটি।
হাথুরুসিংহেকে বিদায় জানানোর সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি ফারুক আহমদ জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটারকে লাঞ্চিত করার ঘটনাটি তিনি মেনে নিতে পারেননি। তিনি সংশ্লিষ্ট ক্রিকেটারের সঙ্গে নিজে কথা বলেছেন, চাক্ষুস স্বাক্ষীদের স্বাক্ষ্য নিয়েছেন। এরপরই কোচের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি।
গত বছরের ১৩ অক্টোবর ভারতের চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ছিলো বাংলাদেশ। ম্যাচে দ্বাদশ খেলোয়াড় ছিলেন নাসুম আহমেদ।
হাথুরুসিংহেকে বরখাস্তের কারণ জানাতে গিয়ে সংবাদ সম্মেলনে ফারুক আহমদ বলেন, ‘ঠিক পারফরমেন্সের কারণেই যে তাকে বরখাস্ত করা হয়েছে তা নয়। মূলত তার বিপক্ষে গুরুতর অভিযোগ আছে। তিনি বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্চিত করেছেন। সে সঙ্গে শৃঙ্খলাভঙ্গেরও অভিযোগ আছে তার বিপক্ষে। একই সাথে চুক্তির বাইরে বেশি সময় ছুটি কাটানোর অভিযোগ রয়েছে তার বিপক্ষে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০