স্পোর্টস ডেস্ক:: গত ওয়ানডে বিশ্বকাপ চলাকালে ক্রিকেটার নাসুম আহমদকে শারীরিক ভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠে কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। গণমাধ্যমে এমন খবর এলে ক্রিকেট বোর্ড তদন্ত করার উদ্যোগ নেয়। তবে তদন্তের ফলাফল কি সেটা আর প্রকাশ্যে আসেনি।
নতুন বোর্ড সভাপতি ফারুক আহমদ বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছেন। তার দফতরে ডাক পড়ছে ক্রিকেটার নাসুম আহমদের সঙ্গে। এই স্পিনারের সঙ্গে কথা বলছেন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমদ। এরপর ভাগ্য নির্ধারণ হবে হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায়ের।
পাকিস্তানকে সিরিজ হারিয়ে ঢাকায় ফেরেছে দল। শুরু হয়েছে অনুশীলন ক্যাম্পে। হাথুরুসিংহে আপাতত ছুটিতে পরিবারের কাছে অস্ট্রেলিয়ায় আছেন। তিনি ফিরবেন শীঘ্রই। এরপর দল নিয়ে যাবেন ভারত সফরে। আনুষ্ঠানিক ভাবে এসব কার্যক্রম চললেও অনেকটা অনানুষ্টানিক ভাবে হাথুরুসিংহর বিদায়ের কার্যক্রমও যে চলমান। শারীরিক লাঞ্চনার ঘটনায় নাসুমের সঙ্গে বোর্ড সভাপতির আলোচনা সেই ইঙ্গিতই দিচ্ছে।
সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ফারুক আহমদ নাসুমের সঙ্গে ফোনে কথা বলেছেন। আরো বিস্তারিত কথা বলবেন। সেজন্যই শীঘ্রই বোর্ড সভাপতির দফতরে ডাকা হব নাসুমকে। যে আলোচনায় হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায়ের ভবিষ্যত নির্ধারণ হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০