স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসান নেই জাতীয় দলে। তাঁকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। বড় হারে শুরু হয়েছে সিরিজ। তার আগে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টেও সাকিব খেলতে পারেননি। যে টেস্ট দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়ে ছিলেন সাকিব আল হাসান।
টেস্ট ও -টি২০ ছেড়ে দেওয়া সাকিব ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যেতে ছিলেন। তবে নিজেই আফগানিস্তান সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমদ জানিয়েছেন, সাকিব থাকলে ভাল হতো। তাকে সব সময় মিস করছে দল। সংযুক্ত আরব-আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাঁহাতি স্পিনার এমন মন্তব্য করেন।
আফগানিস্তান সিরিজ দিয়ে এক বছর পর দলে ফিরেন নাসুম। সবশেষ খেলে ছিলেন গত বছর অনুষ্টিত ওয়ানডে বিশ্বকাপে। বিশ্বকাপে সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে শারীরিক ভাবে লাঞ্চিত হন তিনি। বিশ্বকাপ শেষে বাদ পড়েন দল থেকেও। চন্ডিকা হাথুরুসিংহে কোচ থাকাকালীন সময়ে আর দলে ফেরা হয়নি নাসুম আহমদের।
তবে এই বাঁহাতি স্পিনারকে শারীরিক ভাবে লাঞ্চিত করার অভিযোগ অস্বীকার করেন হাথুরুসিংহে। কিন্তুু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্তে তা প্রমাণিত হয়। যার কারণে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমদ দায়িত্ব নিয়েই হাথুরুসিংহেকে বরখাস্তের উদ্যোগ নেন। লঙ্কান কোচ বিদায়ের পরপরই আফগানিস্তান সিরিজ দিয়ে দলে ফিরেছেন নাসুম আহমদ।
দলে ফিরলেও ভিসা জঠীলতায় নাসুম দলের সঙ্গে দুবাইয়ে যেতে পারেননি। তার সঙ্গে ভিসা জঠীলতায় পড়েন পেসার নাহিদ রানাও। গতকাল প্রথম ওয়ানডে চলাকালে দু’জনেই ঢাকায় ছিলেন। বুধবার বিকেলে ভিসা পান তারা। এরপর আজ সকালের ফ্লাইটে সংযুক্ত আরব-আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়েন নাসুম ও রানা।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন নাসুম। সেখানেই তিনি জানান,সাকিবের অভাব কেউ পূরণ করতে পারবে না। নাসুম সাকিব প্রশ্নে সাংবাদিকদের বলেন, ‘ওনাকে (সাকিব) তো সবসময় মিস করা হয়, ওনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য দোয়া কইরেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০