স্পোর্টস ডেস্ক:: প্রথম ইনিংসে দুইশোর কম রান করেও স্বপ্নের লিড পেয়েছে বাংলাদেশ। গতির রাজা নাহিদ রানার প্রথম ফাইফাইরে দ্বিতীয় টেস্টে সফরকারী বাংলাদেশ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ রানের লিড পেয়েছে। লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ তৃতীয় দিন শেষ করেছে ২১১ রানের লিড নিয়ে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ওয়ানডে স্টাইলে রান তুলছে। দিন শেষ করেছে ৪১.৪ ওভারে পাঁচ উইকেটে ১৯৩ রান তুলে। ওপেনার সাদমান করেছেন ৪৬ রান। ২৮ রান করেছেন শাহাদত হোসেন দীপু। ৪২ রান করেছেন অধিনায়ক মিরাজ। লিটন করেছেন ২৫ রানে। ২৯ রানে জাকের আলী অনীক ও ৯ রানে তাইজুল ইসলাম অপরাজিত আছেন।
ক্যারিবিয়ানদের হয়ে সামার জোসেফ ২টি উইকেট লাভ করেছেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নাহিদ রানাদের বোলিং তোপে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায়। কেসি কার্টি ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন। ১১৫ বলের ইনিংস সাজান এক বাউন্ডারিতে। ১২৯ বলে ৩৯ রান করেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তিন বাউন্ডারিতে নিজের ইনিংসটি সাজান স্বাগতিক অধিনায়ক। ১২ রান করেন লুইস। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
বাংলাদেশের হয়ে নাহিদ রানা ১৮ ওভারে এক মেডেনে ৬১ রানে পাঁচটি উইকেট লাভ করেন। হাসান মাহমুদ দু’টি, তাসকিন, তাইজুল, মিরাজ একটি করে উইকেট লাভ করেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা পোশাকে ব্যাটিংয়ে আরো একবার ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। টাইগারদের নিষ্প্রাণ ব্যাটিংয়ের দিনে ৪৭ বছরের ইতিহাসেব সবচেয়ে কিপটে বোলিং করেছেন ক্যারিবিয়ান তারকা জেডেন সিলস। ১৫.৫ ওভার বোলিং করেছেন তিনি। ১০ মেডেনে মাত্র ৫ রানে টাইগারদের পাঁচ উইকেট শিকার করেন। তাতেই বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৬৪ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০