স্পোর্টস ডেস্কঃ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ দলের জাতীয় দলের সাবেক ফুটবলার রাজিয়া খাতুন। তিনি ২০১৮ সালে সাফ জয়ী অনূর্ধ্ব-১৮ দলের সদস্য ছিলেন। বৃহস্পতিবার ভোরে সবাইকে ছেড়ে চিরতরে ঘুমের দেশে পাড়ি জমান এই ফুটবলার।
বুধবার রাতেই সাতক্ষীরার কালীগঞ্জে লক্ষীনারায়নপুর গ্রামে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন রাজিয়া। তবে রাতের বেলা সেই সুখ নিমিষেই দুঃখে পরিণত হলো ভোরবেলা। অসুস্থ হয়ে ভোর বেলা ৪টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজিয়া। সন্তান জন্মের পর কিছু জটিলতা দেখা দেয়, আর শেষ পর্যন্ত রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া পরবর্তীতে, এরপর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়ন হন রাজিয়া। এছাড়া ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে খেলেছিলেন রাজিয়া। পরবর্তীতে বাফুফের নারী দলের ক্যাম্পে ডাক পান। তবে পারফরম্যান্সজনিত কারণে বাদ পড়েন ক্যাম্প থেকে।
তবে ক্যাম্প থেকে বাদ পড়ার পরেও রাজিয়া ফুটবলের সঙ্গে ছিলেন। এফসি ব্রাহ্মণবাড়িয়া ও কাচারিপাড়া দুই দলের হয়ে সবশেষ দুই লিগ খেলেছিলেন রাজিয়া। তবে তাকে দেখা যাবে না আর ফুটবলের সাথে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post