স্পোর্টস ডেস্ক::স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতেছেন বাংলদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি।
টস হেরে ব্যাট করতে হবে টম লাথামের দলকে। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্টিত হচ্ছে। এই সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে।
দীর্ঘ দিন পর দলে ফেরা সৌম্য সরকার একাদশেও ফিরেছেন। একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়ও। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন,মুশফিকুররহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি, উইলিয়াম ও’রুর্ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post