স্পোর্টস ডেস্কঃ বোলারদের নৈপুণ্যে দ্বিতীয় ওয়ানডেতে অনায়াসে জিতল ভারত। রায়পুরে শনিবার রোহিত শর্মার দল জিতেছে ৮ উইকেটের ব্যবধানে। বড় জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২–০ ব্যবধানে জিতে গেল ভারত। নিউজিল্যান্ড আগে ব্যাট করে মাত্র ৩৪.৩ ওভারেই গুটিয়ে যায় ১০৮ রানে। রান তাড়ায় ২০.১ ওভারেই পেরিয়ে যায় স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে নেমে একেবারে প্রথম ওভারে ফিন অ্যালেন ফিরে যান ডাক মেরে। মাত্র ১৫ রানেই নিউজিল্যান্ড পাঁচ উইকেট খুইয়ে। প্রথম পাঁচ ব্যাটারের কেউই ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেনি। ষষ্ঠ উইকেটে গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে ৪১ রানের জুটি পায় কিউইরা।
এরপর সেটি ভাঙলে মিচেল স্যান্টনারের সাথে সপ্তম উইকেটে ৪৭ রানের জুটি গড়ে দলীয় রান একশ পার করতে সহায়তা করেন ফিলিপস। কিন্তু সেই জুটিও ভাঙলে, আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। দ্রুতই অলআউট হয়ে পড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ বলে ৫ বাউন্ডারিতে ৩৬ রান করেন ফিলিপস।
৩৯ বলে ৩ বাউন্ডারিতে ২৭ রান করেন স্যান্টনার। ৪ বাউন্ডারিতে ৩০ বলে ২২ রান আসে ব্রেসওয়েলের ব্যাট থেকে। ভারতের হয়ে মোহাম্মদ শামি শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট। হার্দিক পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে ৭২ রানের উদ্বোধনী জুটি গড়েন রোহিত শর্মা ও শুবমান গিল। ফিফটির পরপরই রোহিত ফেরেন ৫০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫১ রান করে। ভালো করতে পারেননি বিরাট কোহলি। ১১ রান করে স্টাম্পড হন তিনি। ইশান কিষানকে নিয়ে বাকিটা সারেন গিল। এই ওপেনার অপরাজিত থাকেন ৫৩ বলে ৬ চারে ৪০ রান করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post