স্পোর্টস ডেস্কঃ আগামী জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজ ৩-০ ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিতে বৃষ্টি আইনে ২৭ রানে জিতেছে অজিরা।
অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ১০.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান। ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৬ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে কিউইরা ৩ উইকেটে ৯৮ রানই তুলতে পারে। ২৭ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করল অজিরা।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৪ রান করেন উইল ইয়ং। ২ রান করেন টিম সেইফার্ট ও ১৩ রান করেন ফিন অ্যালেন। এরপর কিউইদের আর পথ দেখাতে পারেননি গ্লেন ফিলিপস ও মার্ক চাপম্যান। ফিলিপস শেষ পর্যন্ত ২৪ বলে ৪০ ও চাপম্যান ১৫ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। ফিলিপসের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছয়ের মার।
এর আগে ট্রাভিস হেডের সঙ্গে অস্ট্রেলিয়ার ইনিংস ওপেন করার সুযোগ পান স্টিভ স্মিথ। কিন্তু ৩ বলে ৪ রান করে আউট হয়ে ফেরেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে ৩০ বলে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলেন হেড। তবে শর্ট ও গ্লেন ম্যাক্সওয়েল খেলেছেন দুটি ঝোড়ো ইনিংস। শর্ট ১১ বলে ১ চার ও ৩ ছয়ে করেছেন ২৭ রান। আর ৩ চার ও ১ ছয়ে ম্যাক্সওয়েল ২০ রান করেছেন ৯ বলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post