স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার রাতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। স্তাদিও সান হুয়ান দেল বিসেন্তেরিওতে অনুষ্ঠিত ম্যাচটিতে ৫-০ গোলের জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। দলটির হয়ে গোল করেন ইগনাসিও মায়েস্ত্রো, জিনো ইনফান্তিনো, লুকা রোমেরো, ব্রায়ান আগুইরে ও আলেজো ভেলিজ।
গ্রুপপর্বের তিন ম্যাচই জয় পাওয়ায় আর্জেন্টিনা ৯ পয়েন্ট নিয়ে সবার আগেই পরের পর্বে উঠে গেল। তবে দেশের ২০ বছরের ইতিহাসে এই প্রথম পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করেছে হাভিয়ের মাসচেরানোর দল। এর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০০৩ বিশ্বকাপে এই কীর্তি গড়ার সময় খেলোয়াড় ছিলেন দলটির বর্তমান কোচ মাসচেরানো, পাবলো জাবালেতা, কার্লোস তেভেজ এবং ফার্নান্দো কাভেনাঘিরা।
উজবেকিস্তানকে হারিয়ে আসর শুরু করেছিল আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলের জয় পায় দিয়েগো মারাদোনা-লিওনেল মেসির উত্তরসূরিরা। এরপর দ্বিতীয় ম্যাচে তারা হারায় গুয়েতেমালাকে ৩-০ গোলে। আর গতরাতে তাসমান সাগরপাড়ের দেশ নিউজিল্যান্ডকে বলা যায় উড়িয়ে দিয়েছে। গ্রুপ পর্বে তিন ম্যাচে ১ গোল হজমের বিপরীতে ১০ গোল করেছে আর্জেন্টাইন খুদে ফুটবলাররা।
গতরাতে ম্যাচের মাত্র ১৪ মিনিটে ব্রায়ান আগুইরের ক্রস থেকে পাওয়া বলে মায়েস্ত্রো প্রথম ডেডলক ভাঙেন। এরপর লিড ব্যবধান দ্বিগুণ করতেও সময় নেয়নি বিশ্বচ্যাম্পিয়নরা। মাত্র মিনিট তিনেক পরই রোমেরোর অসাধারণ পাস ধরে দলের দ্বিতীয় গোল করেন জিনো ইনফান্তিনো। নিউজিল্যান্ডের জালে প্রথমার্ধের শেষদিকে আরেক গোল করেন রোমেরো। ২৫ গজ দূর থেকে তার বুলটগতির শটে লক্ষ্যভেদ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও বিশ্বকাপের আয়োজকরা গোল পায়। ডি-বক্সে নিউজিল্যান্ড ফুটবলারের হাতে লাগলে ভিএআরের মাধ্যমে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে আগুইরে সফল স্পট কিক নেন। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে কিউইদের কফিনে শেষ পেরেক ঠুকেন আলেজো ভেলিজ। বদলি নামা ম্যাক্সিমো পেরোনোর ক্রস ধরে দ্রুতগতির হেডে ভেলিজ জাল খুঁজে নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post