নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্টে নিউজিল্যান্ডের পূর্ণশক্তির দলকে হারিয়েছে বাংলাদেশ। ঢাকায় নাজমুল হোসেন শান্তর দল দ্বিতীয় টেস্টে ড্র করলেই সিরিজ জয়ের আনন্দে মাতবে। এর এমনটা করতে পারলেই বড় অঙ্কের বোনাস পাবে বাংলাদেশ। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন সোমবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।
টেস্ট জয়ী ক্রিকেটারদের সঙ্গে ডিনার শেষে পাপন বলেন, ‘বোনাসের কথা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল (বোনাসের ব্যাপারে)। আমি বলেছি, এটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় (অঙ্কের) পাবে এটাতে কোনো সন্দেহ নেই।’
বাংলাদেশের বেশিরভাগ উইকেটই থাকে স্পিন বান্ধব। তবে সিলেটে স্পোর্টিং উইকেটে খেলতে দেখা গেছে টাইগারদের। উইকেট থেকে স্পিনারদের সঙ্গে পেসাররাও প্রায় সমান সুবিধা পেয়েছেন। ব্যাটাররাও স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন। এর কৃতিত্ব কিউরেটর টমি হেমিংকে দিয়েছেন বিসিবি সভাপতি।
তার প্রশংসা করে তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা সিলেটে হয়েছে। সেখানকার উইকেটের কিউরেটরের দায়িত্বে কে ছিল আপনারা জানেন। সে বিশ্বের সেরাদের একজন। এখানে ব্যাটসম্যান, স্পিনার ও পেসারদের জন্য বাউন্সও ছিল, সবই ছিল। এর আগে কিন্তু কখনো এরকম উইকেট দেখিনি। এটা স্বীকার করতেই হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post