নিজস্ব প্রতিবেদকঃ মাউন্ট মাঙ্গুনাইয়ে টেস্ট জিতে জয়ের গেরো কেটেছিল বাংলাদেশের। এরপর নেপিয়ারে ওয়ানডেতে জিতে নাজমুল হোসেন শান্ত দল। এবার টি-টোয়েন্টিতেও প্রথম জয়টি এসেছে সেই নেপিয়ারে। ঐতিহাসিক টেস্ট জয়ের প্রায় এক বছরের মাথায় নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি হারের বৃত্ত ভাঙল বাংলাদেশ।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ নিউজিল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করেছে বাংলাদেশ। আগে বোলিং করে কিউইদের ব্যাটিংয়ে ধস নামায়। নতুন বলে মেহেদি হাসান, শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে স্রেফ ২০ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। পরে জিমি নিশাম ২৯ বলে ৪৮ রানের ইনিংস খেললেও খুব একটা বড় হয়নি তাদের সংগ্রহ। মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনাররা চেষ্টা করলেও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। শরিফুল নেন ৩ উইকেট। মেহেদি ও মুস্তাফিজুর রহমান ধরেন ২টি করে শিকার।
১৩৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপরে সৌম্য সরকার, তাওহীদ হৃদয় ও আফিফ হোসেন আউট হলে ম্যাচ দুলতে থাকে। তবে এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয় এনে দেন লিটন দাস। এই সংস্করণে নিউজিল্যান্ডের মাঠে স্বাগতিকদের বিপক্ষে দশম ও সব মিলিয়ে দ্বাদশ ম্যাচে বাংলাদেশের প্রথম জয় এটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post