স্পোর্টস ডেস্কঃ চলতি মাসেই বাংলাদেশ সফরে ওয়ানডে খেলার কথা নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনের। কিন্তু চলমান ইংল্যান্ড সিরিজ চোট পেলেন কিউই এই বোলার। ফলে ছিটকে গেছেন ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে। সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে পাচ্ছে না তাসমান সাগরপাড়ের দেশটি।
ইংল্যান্ড সিরিজে মিলনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক পেস বোলার বেন লিস্টারকে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে বল হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি। দলের সঙ্গেই ইংল্যান্ডে ছিলেন এই বাঁহাতি পেসার। তাই তাঁকে দলে যুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
লিস্টারকে দলের সঙ্গে রাখা প্রসঙ্গে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, ‘আমাদের এই ম্যাচগুলোতে যতটা সম্ভব খেলোয়াড়দের দেখতে চাই। ইংল্যান্ডে বেন থাকায় আমরা একজন খেলোয়াড়ের ইনজুরিতে তাকে নিতে পারবো। বেন সংযুক্ত আরব আমিরাত এবং ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে আমাদের মুগ্ধ করেছে।’
নিউজিল্যান্ড দলঃ ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, হেনরি নিকোলস, কাইল জেমিসন, লকি ফার্গুসন ও বেন লিস্টার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post