স্পোর্টস ডেস্কঃ আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে আসছে আগামী ১৭ সেপ্টেম্বর। আজ সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ তিনটি হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হতে যাওয়া প্রতিটি ম্যাচ দিবারাত্রির।
এরপর বিশ্বকাপে খেলতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড পাড়ি জমাবে ভারতে। বিশ্বকাপের পর আবারও বাংলাদেশে আসবে কিউইরা। ২১ নভেম্বর ঢাকায় পা রেখে ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২৮ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ ডিসেম্বর। এই সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত করা হয় নি।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের সূচিঃ
২১ সেপ্টেম্বর – ১ম ওয়ানডে (মিরপুর)
২৩ সেপ্টেম্বর – দ্বিতীয় ওয়ানডে (মিরপুর)
২৬ সেপ্টেম্বর – তৃতীয় ওয়ানডে (মিরপুর)
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের সূচিঃ
২৮ নভেম্বর- প্রথম টেস্ট
৬ ডিসেম্বর- দ্বিতীয় টেস্ট, (ভেন্যু এখনও চূড়ান্ত করা হয় নি)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post