স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতেছে কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই ম্যাচে দু’দলেরই একাদশে এসেছে পরিবর্তন। নিউজিল্যান্ড অধিনায়ক একাদশে ফেরায় বাদ পড়েছেন ওপেনার উইল ইয়াং। অন্যদিকে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মেহেদী। ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
উইলিয়ামসন ফেরায় আজ নিউজিল্যান্ডের ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র। এদিকে আগের ম্যাচে বেশ ভালো বোলিং করলেও বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী। ইংল্যান্ড ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন এই অফস্পিনার। তবে আজ আর তাঁকে খেলাচ্ছে না টাইগার টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ– তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ- ডেভিড কনওয়ে, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, টম লাথাম (উইকেটকিপার), ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, মার্ক চ্যাপম্যান, লকি ফারগুসন ও ট্রেন্ট বোল্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post