নিজস্ব প্রতিবেদক:: ঘরের মাঠে চলছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। এই সিরিজ শেষেই বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ড সফরে। কিউ সফরে টাইগাররা ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের দল ঘোষণা করেছে। ওয়ানডে দলে ফিরেছেন এনামুল হক বিজয়, টি-২০ দলে ফিরেছেন সৌম্য সরকারও।
দুই ফরম্যাটের দলেই অদিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্ত। যিনি সিলেটে টেস্ট সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। সহ-অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
ওয়ানডে দলে প্রথমবার ডাক প্রথমবার ডাক পেয়েছেন রাকিবুল হোসেন। আছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও। তানভীর, শামীম, আফিফরাও সুযোগ পেয়েছেন জাতীয় দলে।
ওয়ানডে স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।
টি-২০ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), শেখ মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post