নিজস্ব প্রতিবেদকঃ এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে টাইগারদের দল আরও পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন।
সোমবার বিসিবি নির্বাচকদের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপ করেন পাপন। বিসিবি প্রধান জানিয়েছেন নিউজিল্যান্ড সিরিজের দলে ডাকা হতে পারে এশিয়া কাপের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে। এছাড়া পাপন জানিয়েছেন এশিয়া কাপের দলটিই বিশ্বকাপের দল হওয়ার কোনো সুযোগ নেই। বেশ কয়েকটি পরিবর্তন আসবে এই দলে।
এদিকে বেশ কয়েকদিন ধরে মিরুপুরে অনুশীলন করছেন জাতীয় দলের ব্যাপ-আপ হিসেবে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ-মোসাদ্দেক হোসেন সৈকত-জাকির হাসানরা। এদের কাউকে কী নিউজিল্যান্ড সিরিজের দলে ডাকা হবে? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমার মনে হয়, নিউজিল্যান্ড সিরিজে মোসাদ্দেক, রিয়াদদের খেলার সুযোগ থাকবে। ওদের সুযোগ থাকবে খেলার। আমার মনে হয়। আমি জানি খেলবে।’
পাপন আরও বলেন, ‘এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। যেহেতু কয়েকটা কারণে এই পরিস্থিতিতে পড়েছি। নিশ্চিতভাবে বলতে পারি ইবাদত যদি ফিট থাকত সে আমাদের দলে থাকত। তামিম-লিটন যাবে। তাহলে এশিয়া কাপের দলটাকে বিশ্বকাপের দল বললে ভুল হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post