স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। হারল ৮ উইকেটের বড় ব্যবধানে। মঙ্গলবার রাতের ম্যাচে সেন্ট জর্জ পার্কে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতির প্রথম হাফ সেঞ্চুরির পরও বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি। কোনোমতে ১০৮ রানের লক্ষ্য দেয়। ৫০ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন জ্যোতি। ৭টি চারে আর ১টি ছয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক। ফিফটি দেখা পান ৪১ বলে। এক প্রান্তে তিনি একাই লড়াই করে গেছেন। সঙ্গী হিসেবে কাউকে পাননি।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেটে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জর্জিয়া ওরহাম। এ ছাড়া ২ উইকেট নেন ড্যারিস ব্রাউন। রান তাড়ায় ১০ বল হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে শুরুতে বেথ মনি (২) ফিরলেও ওপেনার আসলে হ্যালি ও মেঘ লেনিং অজিদের জয়ের পথে তুলে নেন।
হ্যালি ৩৬ বলে ৩৭ করে আউট হন। লেনিং ৪৯ বলে ৪৮ ও গার্নার ২০ বলে ১৯ রান করে দশ বল থাকতে জয় তুলে নেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মারুফা ও স্বর্ণা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post