নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের খেলা অনেক সময় টিভিতে দেখা যায় না। সমস্যা কাটাতে এবার নিজস্ব টিভি চ্যানেল চালু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের অষ্টম সাধারণ সভায় নিজস্ব স্যাটেলাইট টিভি স্টেশন চালুর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নিজস্ব টিভির জন্য আবেদন করবে বিসিবি। অনুমোদন পেলেই চালু হবে ক্রিকেট বোর্ডের মালিকানাধীন টিভি চ্যানেল। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আশা করছেন, সরকার অনুমোদন দেবে টিভি চ্যানেলের। দর্শকদেরও খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা দূর হবে।
সবশেষ আয়ারল্যান্ড সিরিজ সম্প্রচার করেনি দেশের কোনো টিভি স্টেশন। বিসিবি বাধ্য হয়ে আইসিসি টিভির মাধ্যমে খেলা সম্প্রচারের ব্যবস্থা করে। এর আগেও একাধিক জাতীয় দলের ম্যাচ দেখতে পারেননি দর্শকেরা। অ্যাওয়ে সিরিজগুলোতে টিভি চ্যানেলগুলো আগ্রহ দেখায় না অনেক সময়।
ঘরোয়া ক্রিকেটের খেলা টিভিতে দেখাই যায় না। এমনকি বিপিএল নিয়ে মাঝে মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। ক্রিকেট বোর্ড তাই নিজেরাই টিভি স্টেশন করবে। যেখানে শুধু জাতীয় দলের খেলাই নয়, ঘরোয়া ক্রিকেটের খেলাও দেখতে পারবেন দর্শকেরা।
আবেদন করবেন এবং টিভি চ্যানেলের অনুমোদন পাবেন জানিয়ে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘‘এবারও আয়ারল্যান্ড (এওয়ে) সিরিজে কিন্তু আমরা পাচ্ছি না, কেউ কিন্তু দেখাচ্ছে না। আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করবো। আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। আমরা ইনশাআল্লাহ্ এটা পেয়ে যাব। পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব ‘
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post