স্পোর্টস ডেস্কঃ কাতালান ডার্বিতে এস্পানিওলের কাছে পয়েন্ট হারিয়ে শিরোপা দৌঁড়ে হোঁচট বার্সেলোনার। শনিবার অনুষ্ঠিত ম্যাচে নগর প্রতিপক্ষ এস্পানিওলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সা। ফলে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সহাবস্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বার্সাকে। ১৫ ম্যাচ থেকে দুই জায়ান্ট ক্লাবেরই সংগ্রহ এখন ৩৮ পয়েন্ট করে। গোল ব্যবধানে শীর্ষে জাভি হার্নান্দেজের দল।
বছরে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট হারানোয় হতাশ বার্সেলোনা কোচ জাভি। নিজেদের ভুলেই পয়েন্ট হারিয়েছেন বলে মনে করেন তিনি। খেলা শেষে বার্সা কোচ বলেন, ‘নিজেদের দোষেই আজকের ম্যাচটি ড্র হয়েছে। আমরা রেফারির ম্যাচ পরিচালনা ও অন্যান্য বিষয়ে কথা বলতে পারি, কিন্তু দোষ আমাদেরই।’
রেফারি লাহোস প্রসঙ্গে জাভি বলেন, ‘আমার মতে তিনি (লাহোস) এমন একজন রেফারি যিনি ম্যাচে শক্ত হাতে সামাল দিতে সক্ষম। কিন্তু আজকের ম্যাচটি তার নিয়ন্ত্রণের অনেক বাইরে চলে গিয়েছিল। ম্যাচটিকে নিয়ন্ত্রণে বাইরে নিয়ে যেতে দিয়েছেন তিনিই। তবে আমি তার দোষারোপ করতে চাই না। দোষ আমাদেরই। ম্যাচে আমাদের তীব্রতায় ঘাটতি ছিল।’
১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে রিয়ালেরও পয়েন্ট ৩৮। ১৩ পয়েন্ট নিয়ে এস্পানিওল আছে ১৬ নম্বরে। গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে কার্লো আনচেলত্তির দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post