স্পোর্টস ডেস্ক:: ফিফা র্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে থাকা লেবানন প্রায় রুখেই দিচ্ছিলো বাংলাদেশ। ১৯২তম স্থানে থাকা জামাল ভুঁইয়ারা সাফে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে নিজেদের ভুলেই। দ্বিতীয়ার্ধের শেষের ২০ মিনিটে দুই গোল হজম করে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।
গতকাল বুধবার থেকে শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে আজ বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও লেবানন। শক্তিশালী প্রতিপক্ষকে শুরু থেকেই আটকে রাখে জামাল ভুঁইয়ারা। গোল শুন্য সমতায় তাই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেরও বেশির ভাগ সময় লেবাননকে আটকে রাখে বাংলাদেশ। তবে শেষের বিশ মিনিটে দুই গোল হজম করে বসে জামাল ভুঁইয়ারা। ম্যাচের ৮০ মিনিটে মধ্যমাঠে কাটব্যাক করতে গিয়ে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ডিফেন্ডার তারিক কাজী।
তারিকের ভুলে পাওয়া বল নিয়ে দ্রুত বাংলাদেশ বক্সের দিকে এগিয়ে যান দারউইচ। পাস দেন সতীর্ত মাতুককে। জিকোকে পরাস্ত করে বল জালে পাঠাতে ভুল করেননি লেবাননের এই ফুটবলার। বাংলাদেশ পিছিয়ে পড়ে ১-০ গোলে।
গোল হজম করে পিছিয়ে বাংলাদেশ আক্রমণে উঠে। কয়েকটি সুযোগ পায়। দু’টি কর্ণার কিকও পায়। তবে গোলের দেখা পায়নি। উল্টো যোগ করা সময়ে লেবাননের খলিল বাদের আরেকটি গোল করলে বাংলাদেশের ২-০ ব্যবধানে হার নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post