স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। গেল আসরে যৌথভাবে তাদের সেই রেকর্ডে ভাগ বসিয়েছে আর্জেন্টিনা। দীর্ঘদিন ধরেই শতবর্ষী এই টুর্নামেন্টের শিরোপা জেতা হচ্ছে না উরুগুয়ের। সবশেষ ২০১১ সালে ট্রফি জিতেছিল দলটি। দীর্ঘদিনের সেই শিরোপা খরা এবার কাটাতে চায় উরুগুয়ে।
দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হয়ে গেল বছর দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার মার্সেলো বিয়েলসা। তিনি দায়িত্ব নিয়েই দলের চেহার পাল্টে দিয়েছেন। গুছানো ফুটবলকে দলকে পরিবার করে তুলেছেন। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলকে হারিয়েছে উরুগুয়ে। সেই সফলতাগুলো কোপার আসরে ধরে রাখতে চান কোচ। জানিয়েছেন, নিজেদের সামর্থ্য দেখাতে উন্মুখ হয়ে আছেন তারা।
কোপা আমেরিকায় গ্রুপ ‘সি’তে সোমবার সকালে মাঠে নামবে উরুগুয়ে। ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত হার্ড রক স্টেডিয়ামে পানামার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
এই ম্যাচের আগে উরুগুয়ে কোচ বিয়েলসা বলেন, ‘এটি নতুন অধ্যায়। নিজেদের সামর্থ্য দেখানোর জন্য আমরা উন্মুখ হয়ে আছি। আমি সবসময় মনে করি, আগে থেকে অনুমান করা বা বলার চেয়ে আপনি কী করতে চান সেটা দেখিয়ে দেওয়া ভালো। এই ধরনের প্রতিযোগিতা একটা পরীক্ষা, যেখানে নিশ্চিত হয়ে যায় প্রতিটি খেলোয়াড় উরুগুয়ের প্রতিনিধিত্ব করার যোগ্য কি-না বা দলে জায়গা পাবে কি-না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post