স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে প্যাট কামিন্সের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চুক্তির খবর এলো। আমেরিকার মেজর লিগ ক্রিকেটের আগামী আসরে খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের। যুক্তরাষ্ট্রের লিগটিতে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অজিদের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। সংবাদ বিজ্ঞপ্তিতে কামিন্সকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে স্যান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস। ২০২৭ সাল পর্যন্ত এই দলের জার্সিতে দেখা যাবে ৩১ বছর বয়সী পেসারকে। এই লিগে খেলার অপেক্ষায় থাকা কামিন্স এখন পর্যন্ত খেলেছেন নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ- বিগ ব্যাশ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মেজর লিগ ক্রিকেট হতে চলেছে তাঁর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ
ইউনিকর্নসে যোগ দেয়ার বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটিকে দেয়া বিবৃতিতে কামিন্স বলেন, ‘এমএলসি দ্রুত উন্নতি করছে এবং যুক্তরাষ্ট্রের বাজারে ক্রিকেটের সম্ভাবনা বিশাল। যদিও ক্রিকেট আমার মনোযোগের কেন্দ্রীয় জায়গা, বৈশ্বিক নেটওয়ার্ক এবং মালিক পক্ষ যে দীর্ঘমেয়াদি সম্ভাবনা প্রস্তাব করছে এবং আরও বড় করে বললে সিলিকন ভ্যালি আমার সামনে ক্রিকেট ছাড়িয়ে র বড় সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে। আনন্দ (রাজারামন) এবং ভেঙ্কি (হরিনারায়ণ, এসএফ ইউনিকর্নের সহমালিক এবং সিলিকন ভ্যালির উদ্যোক্তা) একটা বাণিজ্যিক পৃথিবী চালান, যেটা আমাকে তীব্রভাবে আকর্ষণ করে এবং আমি এর অংশ হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
চলতি বছর ৬ থেকে ২৯ জুলাই পর্যন্ত হবে মেজর লিগের এবারের আসর। যুক্তরাষ্ট্রের এই লিগটির ফ্র্যান্সিসকো দলে স্বদেশি জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে সতীর্থ হিসেবে পাচ্ছেন কামিন্স। এছাড়া টেক্সাস সুপার কিংসে নাম লিখিয়েছেন মার্কাস স্টয়নিস। ওয়াশিংটন ফ্রিডমে আছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ। এদিকে বাংলাদেশের সাকিব আল হাসানও আছেন এই লিগে। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সাথে চুক্তি হয়েছে সাকিবের। প্রসঙ্গত, চলতি বছরের লিগটি এরই মধ্যে পেয়েছে লিস্ট ‘এ’ স্ট্যাটাস। যার ফলে এই টুর্নামেন্টের সব রেকর্ড-পরিসংখ্যান ক্রিকেটারদের টি-টোয়েন্টি ক্যারিয়ারেও যোগ হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post