স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ যুব দলের অধিনায়ক আজিজুল হক তামিম। গত বছর তার নেতৃত্বে যুব এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় তামিমের অধিনায়কত্বে। এরপর থেকে এনসিএল খেলেছেস, বিপিএল খেলেছেন। খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগও।
এবছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন তামিম। আগামি ১০ এপ্রিল থেকে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। তবে তামিম পরীক্ষা দিচ্ছেন না। তিনি এসময় শ্রীলঙ্কা সফরে থাকবেন। আগিম ২১ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ যুব দল। তার আগে রাজশাহী চলছে অনুশীলন ক্যাম্প। এসএসসি পরীক্ষা না দিয়ে খেলতে ব্যস্ত থাকায় সমালোচনা হচ্ছে বেশ।
সমালোচনার প্রেক্ষিতে বিসিবি জানিয়েছে, তামিমের পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত তার ব্যক্তিগত এবং পারিবারিক। এই তরুণ ক্রিকেটার পারিবারিক ভাবেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবছর পরীক্ষা দেবেন। আরো ভাল করে প্রস্তুুতি নিয়ে আগামি বছর এসএসসি পরীক্ষা দেবেন।
তামিম যে পারিবারিক সিদ্ধান্তে পরীক্ষা দিচ্ছেন না সেটি নিশ্চিত করে ববিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ম্যানেজার এইচ এম কায়সার সাংবাদিকদের বলেন, “আসলে এটা প্লেয়ারদের ব্যাক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত। যেহেতু সে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দেবে না, এটা সে আসলে তার পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানিয়েছে।”
তরুণ এই ক্রিকেটার খেলায় বিরতি দিতে চান না জানিয়ে কায়সার আরো বলেন, “শুরুতে তার ভিন্ন চিন্তা ছিল। এখন সে চায় খেলায় যাতে কোনো ব্রেক না হয়, সে খেলে যেতে চায়। সে আমাদের জানিয়েছে, চাপমুক্ত হয়ে পরীক্ষা দিতে চায়। তার ইচ্ছা প্রস্তুতি নিয়ে আগামী বছর ভালোভাবে পরীক্ষা দেবে।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০