নিজস্ব প্রতিবেদকঃ আলেকসান্দার ইলিচের জায়গায় লেবানন ফুটবল দলের দায়িত্ব এখন নিকোলা জুরসেভিচের কাঁধে। যিনি নব্বইয়ের দশকে ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৫৭ বছর বয়সী জুরসেভিচ গত মাসে লেবাননের দায়িত্ব নিয়েছেন।
কোচ হিসেবে দারুণ অভিজ্ঞ জুরসেভিচ। সহকারী কোচ ছিলেন ক্রোয়েশিয়া জাতীয় দল এবং ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্টহ্যাম ইউনাইটেডের। এছাড়া দিনামো জাগরেব, লোকোমোটিভ মস্কোর প্রধান কোচের দায়িত্ব সামলেছেন। আজারবাইজান জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। এবার নতুন দলের দায়িত্ব নিয়ে এসেছেন ঢাকায়।
মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও লেবানন। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা পৌনে ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দারুণ বিনয়ী লেবাননের ক্রোয়াট কোচ জুরসেভিচ। প্রতিপক্ষের মাঠে আতিথ্য নিতে আসলেও নিজেদের এগিয়ে রাখছেন তিনি। সংবাদ সম্মেলনে জুরসেভিচ বলছেন, ‘আমি মনে করি লেবানন ফেবারিট। আমি মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ দেখেছি বাংলাদেশের। তারা নিজেদের মাঠে খেলবে। এই গ্রুপে দ্বিতীয় স্থানের জন্যই লড়ব আমরা। আমি মনে করি দ্বিতীয় স্থানের জন্য লেবানন, বাংলাদেশ, ফিলিস্তিন—তিনটি দলই খেলবে। এ ম্যাচটা খুব সহজ হবে না আমাদের জন্য।’
জুরসেভিচ আরও বলেন, ‘ম্যাচটি কেবল আমাদের জন্য নয়, বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। দুই দলই পাঁচ দিন আগে ম্যাচ খেলেছে। এমিরেটস থেকে ঢাকা আসতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে; বাংলাদেশও অস্ট্রেলিয়া থেকে ভালো কিছু নিয়ে ফেরেনি। আমরা এখানে তিনটি ট্রেনিং সেশন করেছি। কাল আরেকটি করব। এ ম্যাচ নিয়ে মনোযোগী আছি, অনুপ্রাণিত আছি। আমি মনে করি, কাল কঠিন ম্যাচ হবে। তবে আশা করি, আমার দল ভালোভাবে সাড়া দিবে এবং ভালো ফল নিয়ে মাঠ ছাড়বে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post