স্পোর্টস ডেস্কঃ চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচে তিন হারে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার মাঠে নেমেছে টাইগ্রেসরা। কেপটাউনে নিয়মরক্ষার শেষ এই ম্যাচে আজ নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
কেপটাউনের নিউল্যান্ডসে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল। পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকার অবস্থানও ভালো নয়। তবে সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে তাদের। আজ বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে সেমিতে ওঠার সম্ভাবনা তৈরি হবে তাদের।
‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের বিপক্ষে পরিসংখ্যানে ঢের এগিয়ে প্রোটিয়ারা। এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হয়েছে ১০ বার। এর মধ্যে ১বার জিতেছে বাংলাদেশ। বাকি ৯টিতে পরাজয়।
বাংলাদেশ একাদশ: শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, শোভনা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), স্বর্ণা আক্তার, ফারজানা হক, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, জাহানারা আলম ও মারুফা আক্তার।
দক্ষিণ আফ্রিকা একাদশ: তাজমিন ব্রিটস, লরা ওলভার্ড, মারিজান ক্যাপ, সুনে লুস, ক্লো ট্রায়োন, নাদিন ডি ক্লার্ক, অ্যানেকে বোশ, সিনালো জাফতা, শাবনিম ইসমাইল, আয়াবোঙ্গা খাকা ও ননকুলেকো ম্লাবা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post