নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। আগে ব্যাট করে আফিফ হোসেন ও উসমান খানের ফিফটিতে ১৫৬ রান করেছে বন্দরনগরীর দলটি।
টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। মাত্র ৬ রানের মধ্যে মেহেদী মারুফ (শূন্য রান) এবং খাজা নাফেকে (২ রান) হারিয়ে বসে চট্টগ্রাম। সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে আফিফ এবং উসমানের ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি।
এই দুইজন তৃতীয় উইকেট জুটিতে ৮৮ রান যোগ করেন। উসমান ৪১ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৫২ রান করে ফিরলে ভাঙে জুটিটি। এরপর অধিনায়ক শুভাগতকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন আফিফ। শুভাগত ১২ রান করে আউট হয়ে ফিরলে ভাঙে এই জুটিটি। এই সময় ৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। এরপর আউট হয়ে ফেরেন আফিফও।
শেষ ওভারে আউট হওয়ার আগে আফিফ ৪৯ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৬২ রান করে ফেরেন। শেষদিকে নেমে রাসুলি ৯ বলে ১ চার ও ২টি ছয়ে ২১ রানে অপরাজিত থেকে চট্টগ্রামকে দেড়শ স্কোর ছাড়াতে সাহায্য করেন। কুমিল্লার হয়ে ২টি করে উইকেট পান তানভির ও হাসান। এক উইকেট নেন সৈকত আলী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post