স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনাকে হারানোর হুঙ্কার দিয়ে মাঠে নামা ব্রাজিল পরাস্ত হয়েছে। লিওনেল স্কালোনির দল রীতিমতো ছেলে-খেলা করেছে দরিভার জুনিয়রের দলকে নিয়ে। এমন বড় হারের পর সমালোচনা চলছে চারি দিকে। চিরপ্রতিদ্বন্ধ্বী ব্রাজিলকে হারিয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
প্রতিপক্ষের কাছে এমন বাজে ভাবে বিধ্বস্ত হয়ে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী মর্যাদার লড়াইয়ে আর্জেন্টিনার কাছে রীতিমত বিধ্বস্ত হতে হয়েছে ব্রাজিলকে। আলবিসেলেস্তেদের কাছে ৪-১ গোলে নাকাল হয়েছে সেলেসাওরা।
ম্যাচ শেষে এই হারের দায় নিজের কাঁধে নেন দরিভার জুনিয়র। ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, , ‘(হারের) সম্পূর্ণ দায় আমার। আর্জেন্টিনা আমাদের চেয়ে শ্রেয় ছিল, সবদিক থেকেই শ্রেয়।’ এরপর তিনি দুঃখ প্রকাশ করেন।
আর্জেন্টিনা ভাল খেলেছে, এই জয় তাদের প্রাপ্য ছিলো জানিয়ে দরিভার জুনিয়র আরো বলেন, ‘এমন পরিস্থিতি ব্যাখ্যা করা খুব কঠিন এবং জটিল। আমরা এক মুহূর্তের জন্যও আমাদের খেলাটা খেলতে পারিনি। আর্জেন্টিনার এই জয় প্রাপ্য ছিল।’
বাজে এই হার মানষিক ভাবে আঘাত করেছে ব্রাজিলকে। দলটির কোচ দরিভার জুনিয়র বলছেন, কষ্ট পেয়েছেন তারা। তিনি বলেন, ‘এটা স্বাভাবিক। এই ধরনের ফল আমাদের খুব কষ্ট দিয়েছে। আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি।’
ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা এবং দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০