স্পোর্টস ডেস্ক:: আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এটিপি)’র অধীনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। কিন্তুু সরকার পরিবর্তনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সেই সিরিজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
শেখ হাসিনার সরকারের পতনের পর পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে। পুরো দমে কাজে ফিরেনি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে মাঠে থাকতে হচ্ছে সেনাবাহিনীকেও। এমন অবস্থায় বিশ্বের অনেক দেশ বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে মহিলা টি-২০ বিশ্বকাপও।
আগামি মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার আগে তাই ভাবতে হচ্ছে দক্ষিণ আফ্রিকা বোর্ড সিএসএ’কে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশটি। এমত অবস্থায় স্থগিত হয়ে যেতে পারে টেস্ট সিরিজটি।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড একক ভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। বাংলাদেশ সফরের সিদ্ধান্ত তারা ছেড়ে দিয়েছেন আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএসিএ)’র উপর। ক্রিকেটারদের সংগঠনটির মতামত চেয়েছে বোর্ড। ক্রিকেটাররা সফরে আসতে চাইলে তবেই সফরে আসবে দক্ষিণ আফ্রিকা।
সিএসএ ক্রিকেটারদের ব্যক্তিগত মতামত না চেয়ে কৌশলে সাংগঠনিক মতামত চেয়েছে। ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে অনেক ক্রিকেটারই সফরে আসতে চাইবেন না। যার করণে শঙ্কায় পড়তে পারে সিরিজটি। বোর্ড তাই ক্রিকেটারদের সংগঠনের সাথে কথা বলছে।
দুই ম্যাচের টেস্ট সিরিজটি দক্ষিন আফ্রিকার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই সহসাই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বোর্ড। আগামি সাপ্তাহে ক্রিকেটারদের সংগঠন এসএসিএ তাদের সিদ্ধান্ত জানাবে। এরপরই দক্ষিণ আফ্রিকা বোর্ড সিএসএ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০0