নিজস্ব প্রতিবেদকঃ এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। ইতিমধ্যেই শেষ হয়েছে ফিটনেস ক্যাম্প। এবার স্কিল ক্যাম্প চলছে। সেই ক্যাম্পে যোগ দিতে বুধবার বাংলাদেশে এসে পৌঁছেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছুটি কাটিয়ে হাথুরু ফেরার পরদিনই মিরপুরের হোম অব ক্রিকেটে এসে হাজির হয়েছেন।
বৃহস্পতিবার সকালে হাথুরুকে দেখা যায় মাঠে। সকাল দশটার দিকে মাঠে এসে দলের অনুশীলনে কিছু সময় কাটান এই লঙ্কান কোচ। এরপরই বিসিবির মূল কার্যালয়ের দিকে ছুটেন তিনি। সেখানে নির্বাচকদের সাথে বৈঠক করেছেন বলে জানা গেছে।
সেই বৈঠকে হাথুরুসিংহে ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার সুমন ও নির্বাচক আব্দুর রাজ্জাক। নিশ্চিতভাবেই এশিয়া কাপকে প্রাধান্য দিয়েই দল নিয়ে আলোচনা হয়েছে সেখানে। বিশ্বকাপ ও নিউজিল্যান্ডের পরিকল্পনাও ছিল।
বর্তমান দুটি বিষয় নিয়ে আলোচনা বেশ হচ্ছে। ওয়ানডে দলের অধিনায়কত্ব ও সাত নম্বর পজিশন। এই নিয়ে হাথুরুসিংহের পরামর্শ নেওয়া হচ্ছে। হাতে খুব বেশি সময় নেই, খুব শীঘ্রই বাংলাদেশ দল ঘোষণা করতে হবে। একইসাথে নতুন অধিনায়কের নামও ঘোষণা করতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post