স্পোর্টস ডেস্ক:: জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে সাকিব আল হাসান এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। মাগুরার অলি-গলি ঘুরছেন তিনি। এবার নির্বাচনী প্রচারণায় গিয়ে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে ম্যাচও খেলেছেন এই অলরাউন্ডার।
নির্বাচনী গণসংযোগ করতে শুক্রবার সকালে সাকিব যান মাগুরার ঐতিহ্যবাহী মোনানী মায়দা মাঠে। সেখানে স্থানীয় সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ খেলেন। সাবেকরা সাকিবকে সংবর্ধনা দেন। এসময় সাকিব নৌকায় ভোট চান সমর্থকদের কাছে।
প্রচারণার এদিন সাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কি, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি,অভিনেতা সাব্বির আহমেদসহ মাগুরা জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
মাগুরার সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশ নিয়েছে লিজেন্ড চাঁদের হাট, লিজেন্ড নবগঙ্গা, লিজেন্ড গড়াই ও লিজেন্ড মধুমতি নামে চারটি দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post