স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ১৯৮২ ফুটবল বিশ্বকাপ থেকেই চালু করে গোল্ডেন বল পুরস্কারের। বিশ্বকাপে দুর্দান্ত খেলা ফুটবলারের হাতে উঠে এই পুরস্কার। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করিয়ে গোল্ডনে বল জিতে ছিলেন ‘কিংবদন্তী’ ফুটবলার দিয়াগো ম্যারাডোনা।
আর্জেন্টিনার ফুটবল ঈশ্বরের হাত ধরেই প্রথমবার শিরোপার স্বাদ পায় দেশটি। নিজের দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করিয়ে ম্যারাডোনা জিতেন গোল্ডেন বল পুরস্কার। তার মৃত্যুর চার বছর পর সেই বল এবার নিলামে উঠছে।
ফ্রান্সের আগুট নিলাম হাউজ নিশ্চিত করেছে যে, আগামি মাসে নিলামে উঠবে ম্যারাডোনার গোল্ডেন বল। যদিও এর ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়নি, তবে আগুট আশা করছে কোটি টাকা ছাড়িয়ে বিক্রি হবে এই গোল্ডেন বল। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত অন্য কোনো ফুটবলার গোল্ডেরন বল নিলামে তুলেননি।
ওই আসরে ম্যারাডোনা দলকে জিতিয়ে ইতিহাসের অংশ হয়ে উঠেন। আসরে পাঁচ গোলের পাশাপাশি পাঁচ অ্যাসিস্টও করেন এই সাবেক ফুটবলার। তার বিখ্যাত হ্যান্ড অব গড গোল হিসেবে খ্যাত হাত দিয়ে করা গোলটিও এই আসরেরই। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার সেই দুটি গোল এখনো আলোচিত। যার প্রথমটি তো হ্যান্ড অব গড হিসেবেই স্বীকৃতি পেয়েছে।
ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে টপকে হাত দিয়ে গোল করেন তিনি। তবে দ্বিতীয় গোলটি ছিল শতাব্দীর সেরা! পাঁচ ফুটবলার কাটিয়ে দর্শনীয় এক গোল করেছিলেন এই ফুটবলার। সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষেও জোড়া গোল করেন ম্যারাডোনা। এরপর ফাইনালে জার্মানির বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় তার আর্জেন্টিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post