স্পোর্টস ডেস্কঃ গত রোববার আল শাবাবের মাঠে উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ৩-২ গোলে জেতে আল নাসর। পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্লাব ফুটবলে যা তার ৭৫০তম গোল। টিভি ক্যামেরায় সেদিন রোনালদোর বিতর্কিত কোনো কাণ্ড ধরা পড়েনি। তবে ম্যাচের পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে স্পষ্ট শোনা যায়, গ্যালারি থেকে ‘মেসি, মেসি’ চিৎকার ভেসে আসছে। রোনালদো কানে হাত দিয়ে তা শোনার মতো ভঙ্গি করেন। এরপর সেই দর্শকদের দিকে হাত দিয়ে অশালীন ভঙ্গি করেন তিনি।
অশালীন ভঙ্গি করায় সৌদি ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি ১ ম্যাচের জন্য নিষেধাজ্ঞার শাস্তি দেয় রোনালদোকে। ফলে সৌদি প্রো লিগে গত রাতে আল হাজেমের বিপক্ষে খেলতে পারেন নি সিআর সেভেন। পাশাপাশি ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও দিতে হচ্ছে তাকে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল না রোনালদোর কাছে। অর্থাৎ, জরিমানার দেয়ার পাশাপাশি আল হাজেম ম্যাচে খেলতে পারেন নি ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।
আর রোনালদোকে ছাড়া জিততে পারে নি আল নাসর। ৮ গোলের ম্যাচটি ড্র হয়েছে। ম্যাচ শুরুর ৩১তম মিনিটে পেনাল্টি থেকে আল নাসরকে লিড এনে দেন তালিসকা। ৫৩তম মিনিটে কর্নার থেকে করা সতীর্থের ক্রস গোলবারের সামনে পেয়ে জালে জড়ান হাজেমের মিডফিল্ডার আহমাদ আল মেমেইদ। এর ৮ মিনিট পরই আবার লিডে পায় আল নাসর। বক্সে সতীর্থের পাস দখলে নিয়ে আয়মান ইয়াহিয়া নিখুঁত পাস দেন তালিসকাকে। অনেকটা অরক্ষিত থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার গোলরক্ষকে পরাস্ত করে বল জালে জড়ান।
৭১ মিনিটে আবারও এগিয়ে যায় আল নাসর। বাঁ প্রান্ত থেকে অ্যালেক্স তেলেসের ক্রস গোল বারের সামনে থেকে হেডে জালে জড়ান তালিসকা। পূর্ণ করেন হ্যাটট্রিক। এর ১১ মিনিট পর আবার সমতায় ফেরে হাজেম। বাঁ প্রান্ত থেকে সতীর্থের ক্রস নাসরের এক ডিফেন্ডারের বাধার পরও বক্সে পেয়ে যান ফাইজ সেলেমানি। পেনাল্টি এরিয়া থেকে ঠিকানা খুঁজে নিতে কোনো ভুল করেননি তিনি। তাতে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ৩-৩ সমতায়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি ভাগ্যে আবারও লিড নেয় আল-নাসর। সফল স্পটকিক নেন সাদিও মানে। কিন্তু চার বারের মতো এগিয়ে গিয়েও শেষ হাসি হাসতে পারেনি আল নাসর। যোগ করা সময়ের শেষদিকে সতীর্থের ক্রস বক্সে জটলার মধ্যে থেকে জালে জড়ান পাওলো রিকার্দো। ৪-৪ সমতায় শেষ হয় ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post