স্পোর্টস ডেস্কঃ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। বুধবার রিয়াল বেতিসকে হারিয়েছে তারা। বেতিসের মাঠে ২-১ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের দল। গোল করেছেন রাফিনহা ও রবার্ত লেভানডফস্কি।
এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। কাতালান দলটি লিগে এখন পর্যন্ত ১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে তাদের ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে কার্লো আনচেলত্তির দল। বার্সার সমান ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান বেতিসের।
গোলশূন্য প্রধামার্ধের পর দ্বিতীয়ার্ধে হয় ম্যাচে ৩ গোল। ম্যাচের ৬৫তম মিনিটে ডেডলক ভাঙেন রাফিনহা। আলেক্সান্দ্রো বালদের পাস থেকে সহজেই লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৮০তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। রাফিনহার কর্নারে রোনালদ আরাহোর হেড পাসে বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা লেভানডফস্কি।
লিগে তিন ম্যাচ নিষিদ্ধ ছিলেন পোলিশ ফরোয়ার্ড লেভা। গত বছর রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন তিনি। এরপর তাঁকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেখান থেকে ফেরার ম্যাচের পেলেন গোলের দেখা। চলতি মৌসুমে লা লিগার শীর্ষ গোলদাতার গোল সংখ্যা বেড়ে হলো ১৬ ম্যাচে ১৪টি। তিন ম্যাচ নিষিদ্ধ না থাকলে নিশ্চয় গোল সংখ্যা বাড়ত লেভার।
ম্যাচের শেষ দিকে আত্মঘাতী গোল হজম করে বার্সা। ডান দিক থেকে বক্সে বেতিসের সাবালির ক্রস বুঝতে উঠতে পারেননি বার্সা ডিফেন্ডার জুল কুন্দে। বল এই ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। গোল হজম করলেও কোনো বিপদ হয় নি বার্সার। আসরে ৯ ম্যাচেই তারা জিতল টানা। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত রইল জাভির দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post