স্পোর্টস ডেস্ক:: ডেভিড ওয়ার্নারের উপর থেকে অধিনায়কত্বের আজীবন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দুই সপ্তাহও হয়নি। এরই মধ্যে নেতৃত্বের আসনে বসলেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। বিগ ব্যাশের দল সিডনি থান্ডার অধিনায়ক ঘোষণা করেছে ওয়ার্নারকে।
আগামি ১৫ ডিসেম্বর থেকে ব্যাগ ব্যাশ শুরু হবে। এই আসরে সিডনির হয়ে খেলবেন ওয়ার্নার।দলটির অধিনায়ক ছিলেন ক্রিস গ্রিন। তিনি এবারো দলটিতে আছেন। অধিনায়কত্ব করারও কথা ছিলো তার। কিন্তুু ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সিডনি থান্ডার কর্তৃপক্ষ গ্রিনকে সরিয়ে ওয়ার্নারকে অধিনায়ক ঘোষণা করলো।
সিডনি থান্ডারকে এর আগেও নেতৃত্ব দিয়েছেন ওয়ার্নার। ২০১১ সালে তিনি দলটির অধিনায়ক ছিলেন। জাতীয় দলসহ ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই অধিনায়কত্ব করতেন ওয়ার্নার। তবে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেঙ্কারির পর নিষেধাজ্ঞা আসে ওয়ার্নারের অধিনায়কত্ব করার উপর।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজীবনের জন্য অধিনায়কত্ব থেকে নিষিদ্ধ করে ওয়ার্নার। স্বল্প মেয়াদি শাস্তি কাটিয়ে ক্রিকেটে ফিরলেও অধিনায়কত্ব পাচ্ছিলেন না অস্ট্রেলিয়ার এই তারকা। এরপর দাবি উঠে নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য। এরপরই সিএ বিষয়টির জন্য স্পেশাল কমিটি করে দেয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে তার আজীবন নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় সপ্তাহ খানেক আগে।
আবারো অধিনায়ক হতে পেরে উচ্ছ্বসিত ওয়ার্নার বলেন, ‘এই মৌসুমে আবারো সিডনি থান্ডারের অধিনায়কত্ব কফা আমার কাছে অনেক বড় কিছু। আমি শুরু থেকেই দলের অংশ ছিলাম, এবং এখন আমার নামের পাশে সেই ‘অধিনায়ক’ নিয়ে ফিরে আসাটা দারুণ লাগছে। আমি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার এবং তরুণ প্রতিভাদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি।’
তিনি বলেন, ‘মাঠের বাইরে নেতৃত্বও ঠিক একই রকম গুরুত্বপূর্ণ। আমি এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে আমরা সবাই নিজেদেরকে উপভোগ করতে পারি। এটি একটি দলের খাবারের পরে হোক, গল্ফ কোর্সের বাইরে হোক বা ওয়েস্টার্ন সিডনিতে আমাদের ভক্তদের সাথে আড্ডা হোক, এটি সবই বন্ধুত্ব গড়ে তোলা এবং গ্রাউন্ডেড থাকার বিষয়ে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০