স্পোর্টস ডেস্কঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরের জন্য অধিনায়ক ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স। নীতিশ রানার হাতে দায়িত্ব তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে কেকেআর নিশ্চিত করেছে বিষয়টি।
নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার ইনজুরিতে। ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই তারকা ক্রিকেটারের আইপিএলে খেলা অনিশ্চিত। যদিও কেকেআর এখনও আশা করে আছে। অন্তত আসরের শেষ দিকে মিলবে শ্রেয়াস আইয়ারকে। তবে শুরুর দিকে অনেক ম্যাচেই খেলতে পারবেন না শ্রেয়াস।
আর তাই অধিনায়ক নিয়ে ভাবছিল দলটিকে। নীতিশ রানা ছাড়াও আলোচনায় ছিলেন দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও লিটন দাস। তবে তাদের দেখা যাবে শুরুর দিকে। শেষ দিকেও পাওয়া যাবে না। এছাড়া আলোচনায় ছিলেন আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। তবে এই চার বিদেশির কারোর হাতেই নেতৃত্ব তুলে দিচ্ছে না কেকেআর।
দেশী ক্রিকেটার নীতিশ রানার হাতেই তুলে দিয়েছে অধিনায়কত্ব। যদিও রানার চোট সমস্যা আছে। তবে সেটা দ্রুতই সেরে যাবে বলে আশা করছে টিম ম্যানেজম্যান্ট। একইসাথে শ্রেয়াস আইয়ারের সুস্থতাও দ্রুত কামনা করছে দলটি।
উল্লেখ্য, আগামী ৩১ মার্চ আইপিএলের এবারের আসরের পর্দা উঠবে। তবে কলকাতা মাঠে নামবে একদিন পর ১ এপ্রিল। দলটির প্রথম ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post